আরো ৪১ পেশার আধিবাসীদের নিষেধাজ্ঞা জারি সৌদিকরণের নির্দেশ

King Salman

আরবভিত্তিক দৈনিক “আরব নিউজের” এক প্রতিবেদেন বিশেষ ওই খাত গুলোর কথা উল্লেখ করে সরকারের পক্ষ থেকে একটি নির্বাহী আদেশ জারির কথা নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে জানানো হয়, দেশটির শ্রম ও সামাজিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী আহমেদ বিন সুলেইমান এনজিও, খুচরা পণ্য বিক্রয় ও পর্যটন সংশ্লিষ্ট ৪১টি কাজের ক্ষেত্রে বিধিনিষেধ আরোপ করে একটি নির্বাহী আদেশ (ডিক্রি) জারি করেছেন । যা কিনা আগামী নতুন বছরের ১৯ সালের এপ্রিল ৭ তারিখ থেকে শুরু হবে এবং বিভিন্ন বেসরকারী টুরিষ্ট হোটেল,শপিং মার্কেট,কমার্শিয়াল সেন্টার,এনজিও গুলোর গুরুত্বপূর্ণ পেশাগুলো তে শতভাগ সৌদিকরন করতে যাচ্ছে দেশটির সরকার।

গুরুত্বপূর্ণ পেশা গুলোর নাম নিচে দেয়া হলো, দেখুন…

১. হালকা জাতীয় গাড়ি চালক।
২. অর্ডার গ্রহণকারী।
৩. নিরাপত্তা ও নিরাপত্তা কর্মকর্তা।
৪. খাদ্য পরিষেবা কর্মচারী।
৫. টেলিফোন অপারেটর।
৬.তথ্য-এন্ট্রি ক্লার্ক।
৭.প্রশাসনিক ক্লার্ক।
৮.সেক্রেটারি
৯.জেনারেল সার্ভিস সুপারভাইজার।
১০.রুম সার্ভিস সুপারভাইজার
১১.রক্ষণাবেক্ষণ সুপারভাইজার
১২. বিক্রয় ও বিপণন সুপারভাইজার,
১৩. নিরাপত্তা ও নিরাপত্তা সুপারভাইজার,
১৪.পর্যটন কর্মসূচী সুপারভাইজার,
১৫. ফ্রন্ট অফিস সুপারভাইজার,
১৬.টেলিফোন অপারেটর সুপারভাইজার,
১৭.নিরাপত্তা পরিচালক এবং নিরাপত্তা,
১৮.ভারপ্রাপ্ত পরিচালক,
১৯.রক্ষণাবেক্ষণ ব্যবস্থাপক,
২০.রুম সার্ভিস ম্যানেজার,
২১.গ্রাহক সেবা ব্যবস্থাপক,
২২. প্রশাসনিক পরিচালক,
২৩.বিক্রয় ও বিপণন প্রতিনিধি,
২৪.পর্যটন কর্মসূচীর পরিচালক,
২৫.ফ্রন্ট অফিসের পরিচালক, এবং
২৬.কর্মীদের সম্পর্কের পরিচালক।