ময়মনসিংহ বিভাগ নামকরণ
ময়মনসিংহ বিভাগে মোট ৪ টি জেলা রয়েছে। এগুলো হলো:
- ময়মনসিংহ
- শেরপুর
- জামালপুর
- নেত্রকোনা
ময়মনসিংহ
মোগল আমলে মোমেনশাহ নামে একজন সাধক ছিলেন, তার নামেই মধ্যযুগে অঞ্চলটির নাম হয় মোমেনশাহী। ষোড়শ শতাব্দীতে বাংলার স্বাধীন সুলতান সৈয়দ আলাউদ্দিন হোসেন শাহ তার পুত্র সৈয়দ নাসির উদ্দিন নসরত শাহ’র জন্য এ অঞ্চলে একটি নতুন রাজ্য গঠন করেছিলেন, সেই থেকেই নসরতশাহী বা নাসিরাবাদ নামের সৃষ্টি। নাসিরাবাদ নাম পরিবর্তন হয়ে ময়মনসিংহ হয় একটি ভুলের কারণে। বিশ টিন কেরোসিন বুক করা হয়েছিল বর্জনলাল এন্ড কোম্পানীর পক্ষ থেকে নাসিরাবাদ রেল স্টেশনে। এই মাল চলে যায় রাজপুতনার নাসিরাবাদ রেল স্টেশনে। এ নিয়ে অনেক দুর্ভোগ পোহাতে হয়। পরবর্তীতে আরো কিছু বিভ্রান্তি ঘটায় রেলওয়ে স্টেশনের নাম পরিবর্তন করে ময়মনসিংহ রাখা হয়। সেই থেকে নাসিরাবাদের পরিবর্তে ময়মনসিংহ ব্যবহৃত হয়ে আসছে
প্রতিষ্ঠিত সাল:
১৯৮৭ সালে।
আয়তন :
৪৩৬৩.৪৮ বর্গ কিঃ মিঃ
উপজেলাসমূহ:
- ঈশ্বরগঞ্জ,
- গফরগাঁও,
- গৌরীপুর,
- তারাকান্দা,
- ত্রিশাল,
- ধোবাউড়া,
- নান্দাইল,
- ফুলপুর,
- ফুলবাড়িয়া,
- ভালুকা,
- ময়মনসিংহ সদর
- মুক্তাগাছা
- হালুয়াঘাট
ঐতিহাসিক স্থানসমূহঃ
- বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়
- মুক্তাগাছার রাজবাড়ী
- আলেকজান্দ্রা ক্যাসল
- শশী লজ,
- ময়মনসিংহ জাদুঘর
- শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা,
- পুরাতন ব্রহ্মপুত্র নদী,
- সার্কিট হাউজ,
- সিলভার প্যালেস,
- বিপিন পার্ক,
- রামগোপালপুর জমিদার বাড়ি,
- বোটানিক্যাল গার্ডেন,
- ময়মনসিংহ টাউন হল,
- দুর্গাবাড়ী,
- গৌরীপুর রাজবাড়ী,
- কেল্লা তাজপুর।
- আলাদিন্স পার্ক
- তেপান্তর সুটিং স্পট
- কুমির খামার
- গারো পাহাড়
- চীনা মাটির টিলা
- কালুশাহকালশার দিঘী
- নজরুল স্মৃতিকেন্দ্র
- শহীদ আব্দুল জব্বার জাদুঘর
- রাজ রাজেশ্বরী ওয়াটার ওয়ার্কস
বিনোদন ও প্রাকৃতিক স্থানঃ
- মুক্তাগাছার রাজবাড়ী
- ময়মনসিংহ জাদুঘর
- শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা,
- বিপিন পার্ক,
- রামগোপালপুর জমিদার বাড়ি,
- বোটানিক্যাল গার্ডেন,
- গৌরীপুর রাজবাড়ী,
- আলাদিন্স পার্ক
- তেপান্তর সুটিং স্পট
- চীনা মাটির টিলা
- কালুশাহকালশার দিঘী
- নজরুল স্মৃতিকেন্দ্র
- শহীদ আব্দুল জব্বার জাদুঘর
আধুনিক স্থাপত্যঃ
- শিল্পাচার্য জয়নুল আবেদিন সংগ্রহশালা,
- ময়মনসিংহ জাদুঘর
- রামগোপালপুর জমিদার বাড়ি
ওয়েবসাইট:
http://www.mymensingh.gov.bd/
শেরপুর
শেরপুর অঞ্চল প্রাচীনকালে কামরূপা রাজ্যের অংশ ছিল। মুঘল সম্রাট আকবরের শাসনামলে এই এলাকা “দশকাহনিয়া বাজু” নামে পরিচিত ছিল। পুর্বে শেরপুরে যেতে ব্রহ্মপুত্র নদ খেয়া পাড়ি দিতে হত। খেয়া পারাপারের জন্য দশকাহন কড়ি নির্ধারিত ছিল বলে এ এলাকা দশকাহনিয়া নামে পরিচিতি লাভ করে। সপ্তদশ শতাব্দীর প্রথম দিকে ভাওয়ালের গাজী, ঈসা খানের বংশধর থেকে দশকাহনিয়া এলাকা দখল করে নেয়। দশকাহনিয়া পরগনা পরবর্তীতে গাজী বংশের শেষ জমিদার শের আলী গাজীর নামানুসারে শেরপুর নামে নামকরণ করা হয়।
প্রতিষ্ঠিত সাল:
১৯৮৪ সালে।
আয়তন :
১৩৬৪.৬৭ বর্গ কিঃ মিঃ
উপজেলাসমূহ:
- ঝিনাইগাতী
- নকলা
- নালিতাবাড়ী
- শেরপুর সদর
- শ্রীবরদী
ঐতিহাসিক স্থানসমূহঃ
- কলা বাগান,
- গজনী অবকাশ কেন্দ্র,
- গড়জরিপা বার দুয়ারী মসজিদ,
- গোপী নাথ ও অন্ন পূর্ন্না মন্দির,
- ঘাঘড়া খান বাড়ি জামে মসজিদ,
- জিকে পাইলট উচ্চ বিদ্যালয়,
- নয়আনী জমিদার বাড়ি,
- নয়আনী জমিদার বাড়ির রংমহল,
- নয়াবাড়ির টিলা,
- পানিহাটা-তারানি পাহাড়,
- পৌনে তিন আনী জমিদার বাড়ি,
- বারোমারি গীর্জা ও মরিয়ম নগর গীর্জা,
- মধুটিলা ইকোপার্ক,
- মাইসাহেবা জামে মসজিদ,
- রাজার পাহাড় ও বাবেলাকোনা,
- লোকনাথ মন্দির ও রঘুনাথ জিওর মন্দির,
- সুতানাল দীঘি,
- অলৌকিক গাজির দরগাহ, রুনিগাও, নকলা;
- আড়াই আনী জমিদার বাড়ি,
- কসবা মুঘল মসজিদ,
- গড়জরিপা কালিদহ গাং এর ডিঙি,
- গড়জরিপা ফোর্ট (১৪৮৬-৯১ খ্রিস্টাব্দ),
- জরিপ শাহ এর মাজার,
- নয়াআনী বাজার নাট মন্দির,
- নালিতাবাড়ির বিখ্যাত রাবারড্যাম,
- পানি হাটা দিঘী,
- মঠ লস্কর বারী মসজিদ (১৮০৮ খ্রিস্টাব্দ),
- মুন্সি দাদার মাজার, নয়াবাড়ি, বিবিরচর, নকলা;
- শাহ কামাল এর মাজার (১৬৪৪ খ্রিস্টাব্দ),
- শের আলী গাজীর মাজার
বিনোদন ও প্রাকৃতিক স্থানঃ
- গোপী নাথ ও অন্ন পূর্ন্না মন্দির,
- ঘাঘড়া খান বাড়ি জামে মসজিদ,
- নয়আনী জমিদার বাড়ির রংমহল,
- পৌনে তিন আনী জমিদার বাড়ি,
- বারোমারি গীর্জা ও মরিয়ম নগর গীর্জা,
- মধুটিলা ইকোপার্ক,
- সুতানাল দীঘি,
- অলৌকিক গাজির দরগাহ, রুনিগাও, নকলা;
- আড়াই আনী জমিদার বাড়ি,
- কসবা মুঘল মসজিদ,
- গড়জরিপা ফোর্ট (১৪৮৬-৯১ খ্রিস্টাব্দ),
- নয়াআনী বাজার নাট মন্দির,
- নালিতাবাড়ির বিখ্যাত রাবারড্যাম,
- পানি হাটা দিঘী,
- মঠ লস্কর বারী মসজিদ (১৮০৮ খ্রিস্টাব্দ),
- শাহ কামাল এর মাজার (১৬৪৪ খ্রিস্টাব্দ),
- শের আলী গাজীর মাজার
আধুনিক স্থাপত্যঃ
পরে জানানো হবে
ওয়েবসাইট:
http://www.sherpur.gov.bd/
জামালপুর
দিল্লির সম্রাট আকবরের রাজত্বকালে (১৫৫৬-১৬০৫) হযরত শাহ জামাল (রহ.) নামে একজন ধর্মপ্রচারক ইয়েমেন থেকে ইসলাম প্রচারের উদ্দেশ্যে ২০০ জন অনুসারী নিয়ে এ অঞ্চলে এসেছিলেন। পরবর্তীতে ধর্মীয় নেতা হিসাবে তিনি দ্রুত প্রাধান্য বিস্তার লাভ করেন। ধারণা করা হয়, শাহ জামাল-এর নামানুসারে এই শহরের নামকরণ হয় জামালপুর।
প্রতিষ্ঠিত সাল:
১৯৭৮ সালে
আয়তন :
২০৩১.৯৮ বর্গ কিঃ মিঃ
উপজেলাসমূহ:
- ইসলামপুর
- জামালপুর সদর
- দেওয়ানগঞ্জ
- বকশীগঞ্জ
- মাদারগঞ্জ
- মেলান্দহ
- সরিষাবাড়ি
ঐতিহাসিক স্থানসমূহঃ
- হযরত শাহ জামাল (রঃ)-এর মাজার – জামালপুর সদর
- হযরত শাহ কামাল (রঃ)-এর মাজার – দুরমুঠ, মেলান্দহ উপজেলা।
- গারো পাহাড়ে লাউচাপড়া পাহাড়িকা বিনোদন কেন্দ্র – বকশীগঞ্জ উপজেলা;
- মুক্তিযুদ্ধে কামালপুর ১১ নং সেক্টর;
- কামালপুর স্থলবন্দর;
- বকশীগঞ্জ বাণিজ্যিক কেন্দ্র;
- বকশীগঞ্জ জুট স্পিনার্স মিল লিঃ ও লেদার মিল লিঃ;
- দয়াময়ী মন্দির – জামালপুর সদর;
- যমুনা ফার্টিলাইজার ফ্যাক্টরি – তারাকান্দি, সরিষাবাড়ী;
- তরফদার খামারবাড়ী-জগন্নাথগঞ্জ ঘাট, সরিষাবাড়ী;
- জিল বাংলা চিনিকল – দেওয়ানগঞ্জ;
- দীঘির পাড়- দেউর পাড় চন্দ্রা
- ইন্দিরা- উত্তর দেউর পাড় চন্দ্রা
- যমুনা সিটি পার্ক – পোগলদিঘা, সরিষাবাড়ী;
- লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্ক-বেলটিয়া, জামালপুর।
- বোসপাড়া গ্রামীণ ব্যাংক
- যমুনা জেটি ঘাট -জগন্নাথগঞ্জ ঘাট, সরিষাবাড়ী;
- গুঠাইল বাজার ঘাট, ইসলামপুর উপজেলা।
- বাহাদুরাবাদ ঘাট, কুলকান্দি, ইসলামপুর উপজেলা।
- হাইওয়ে রোড,খরকা বিল,মাদারগঞ্জ উপজেলা।
বিনোদন ও প্রাকৃতিক স্থানঃ
- গারো পাহাড়ে লাউচাপড়া পাহাড়িকা বিনোদন কেন্দ্র – বকশীগঞ্জ উপজেলা;
- বকশীগঞ্জ বাণিজ্যিক কেন্দ্র;
- দয়াময়ী মন্দির – জামালপুর সদর;
- তরফদার খামারবাড়ী-জগন্নাথগঞ্জ ঘাট, সরিষাবাড়ী;
- ইন্দিরা- উত্তর দেউর পাড় চন্দ্রা
- যমুনা সিটি পার্ক – পোগলদিঘা, সরিষাবাড়ী;
- লুইস ভিলেজ রিসোর্ট অ্যান্ড পার্ক-বেলটিয়া, জামালপুর।
আধুনিক স্থাপত্যঃ
পরে জানানো হবে
ওয়েবসাইট:
http://www.jamalpur.gov.bd/
নেত্রকোনা
প্রতিষ্ঠিত সাল:
১৯৮৪ সালে।
আয়তন :
বর্গ কিঃ মিঃ
উপজেলাসমূহ:
- আটপাড়া
- কলমাকান্দা
- কেন্দুয়া
- খালিয়াজুড়ি
- দুর্গাপুর
- নেত্রকোণা সদর
- পূর্বধলা
- বারহাট্টা
- মদন
- মোহনগঞ্জ
ঐতিহাসিক স্থানসমূহঃ
- উপজাতীয় কালচারাল একাডেমী
- বিজয়পুরের চিনামাটির পাহাড়
- কমলা রাণীর দিঘী
- কমরেড মণি সিংহ
- কুমুদীনি স্তম্ভ
- সোমেশ্বরী নদী
- ডিঙ্গাপোতা হাওর
- চরহাইজদা হাওর
- মগড়া নদী
- কংস নদ
- নিঝুম পার্ক
বিনোদন ও প্রাকৃতিক স্থানঃ
- উপজাতীয় কালচারাল একাডেমী
- বিজয়পুরের চিনামাটির পাহাড়
- কমলা রাণীর দিঘী
- কুমুদীনি স্তম্ভ
- ডিঙ্গাপোতা হাওর
- চরহাইজদা হাওর
- কংস নদ
- নিঝুম পার্ক
আধুনিক স্থাপত্যঃ
- উপজাতীয় কালচারাল একাডেমী
ওয়েবসাইট:
http://www.netrokona.gov.bd/
ওয়েবসাইট ময়মনসিংহ বিভাগ: http://www.mymensinghdiv.gov.bd/