সিলেট বিভাগ

নামকরণSylhet-division-map

প্রাচীন গ্রন্থাদিতে এ অঞ্চলের (সিলেট বিভাগ) বিভিন্ন নামের উল্লেখ আছে। হিন্দুশাস্ত্র অনুসারে শিবের স্ত্রী সতি দেবির কাটা হস্ত (হাত) এই অঞ্চলে পড়েছিল, যার ফলে ‘শ্রী হস্ত’ হতে শ্রীহট্ট নামের উৎপত্তি বলে হিন্দু সম্প্রদায় বিশ্বাস করেন। খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের ঐতিহাসিক এরিয়ান লিখিত বিবরণীতে এই অঞ্চলের নাম “সিরিওট” বলে উল্লেখ আছে। এছাড়া, খ্রিস্টীয় দ্বিতীয় শতকে এলিয়েনের (Ailien) বিবরণে “সিরটে”, এবং পেরিপ্লাস অব দ্যা এরিথ্রিয়ান সী নামক গ্রন্থে এ অঞ্চলের নাম “সিরটে” এবং “সিসটে” এই দুইভাবে লিখিত হয়েছে। অতঃপর ৬৪০ খ্রিস্টাব্দে যখন চীনা পরিব্রাজক হিউয়েন সাং এই অঞ্চল ভ্রমণ করেন। তিনি তাঁর ভ্রমণ কাহিনীতে এ অঞ্চলের নাম “শিলিচতল” উল্লেখ করেছেন। তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দীন বিন বখতিয়ার খলজি দ্বারা বঙ্গবিজয়ের মধ্য দিয়ে এদেশে মুসলিম সমাজব্যবস্থার সূত্রপাত ঘটলে মুসলিম শাসকগণ তাঁদের দলিলপত্রে “শ্রীহট্ট” নামের পরিবর্তে “সিলাহেট”, “সিলহেট” ইত্যাদি নাম লিখেছেন বলে ইতিহাসে প্রমাণ মিলে। আর এভাবেই শ্রীহট্ট থেকে রূপান্তর হতে হতে একসময় সিলেট নামটি প্রসিদ্ধ হয়ে উঠেছে বলে ঐতিহাসিকরা ধারণা করেন।

আর ইসলামের ভিত্তিতে হযরত শাহ্ জালাল (রা.) যখন সিলেটে আসেন তখন তাঁর শত্রুরা তাঁকে পাথর বা শিল দ্বারা আগলে ধরে ধরে, তখন হযরত শাহ্ জালাল (রা.) আল্লাহ্‌তায়ালার উসিলায় বলেন “শিলা হাট” (অর্থ্যাৎ “পাথর সরে যা”)। এই থেকেই নাম করণ করা হয় “শিলা হাট”। আস্তে আস্তে বানানকে সহজ করতে করতে “শিলহাট”, “সিলহেট”, “সিলেট” নাম করণ করা হয়।

১৯৯৫ খ্রিস্টাব্দের ১ আগষ্ট সিলেট দেশের ষষ্ঠ বিভাগ হিসাবে মর্যাদা পায়।

সিলেট বিভাগের উপজেলা সমূহ

১. হবিগঞ্জ জেলা

২. মেীলভীবাজার জেলা

৩. সুনামগঞ্জ জেলা

৪. সিলেট জেলা

১. হবিগঞ্জ জেলাঃ

সুফি-সাধক হযরত শাহজালাল (রঃ) এর অনুসারী হযরত সৈয়দ নাসির উদ্দীন (রঃ) এর পূর্ণস্মৃতি বিজড়ি খোয়াই, কারাঙ্গী, বিজনা, রত্না প্রভৃতি নদী বিধৌত হবিগঞ্জ একটি ঐতিহাসিক প্রাচীন জনপদ। ঐতিহাসিক সুলতানসী হাবেলীর প্রতিষ্ঠাতা সৈয়দ সুলতানের অধঃস্তন পুরুষ সৈয়দ হেদায়েত উল্লাহর পুত্র সৈয়দ হাবীব উল্লাহ খোয়াই নদীর তীরে একটি গঞ্জ প্রতিষ্ঠা করেন। তাঁর নামানুসরে হবিগঞ্জ নামকরণ করা হয়। ১৯৮৪ খ্রিস্টাব্দের ১ মার্চ হবিগঞ্জ জেলায় উন্নীত হয়।

প্রতিষ্ঠিত সাল:

১৯৮৪ সালে।

আয়তন :

২৬৩৬.৫৮ বর্গ কিঃ মিঃ

উপজেলাসমূহ:

  • আজমিরীগঞ্জ উপজেলা
  • চুনারুঘাট উপজেলা
  • নবীগঞ্জ উপজেলা
  • বানিয়াচং উপজেলা
  • বাহুবল উপজেলা
  • মাধবপুর উপজেলা
  • লাখাই উপজেলা
  • শায়েস্তাগঞ্জ উপজেলা
  • হবিগঞ্জ সদর উপজেলা

ঐতিহাসিক স্থানসমূহঃ

  • কমলারানীর সাগর দীঘি – বানিয়াচং;
  • সাতছড়ি জাতীয় উদ্যান;
  • বিতঙ্গল আখড়া – বৈষ্ণব ধর্মালম্বীদের তীর্থস্থান (বানিয়াচং);
  • বানিয়াচং রাজবাড়ি – বানিয়াচং;
  • দ্বীল্লির আখড়া – বৈষ্ণব ধর্মালম্বীদের তীর্থস্থান;
  • শ্রীবাড়ি চা বাগান;
  • রেমাকালেঙ্গা বন্যপ্রানী অভয়ারন্য – চুনারুঘাট;
  • তেলিয়াপারা চা বাগান – মাধবপুর;
  • বিবিয়ানা গ্যাস – নবীগঞ্জ;
  • শংকরপাশা শাহী মসজিদ;
  • মহারত্ন জমিদার বাড়ি – বানিয়াচং;
  • দাড়া-গুটি – বানিয়াচং।

বিনোদন ও প্রাকৃতিক স্থানঃ

  • সাতছড়ি জাতীয় উদ্যান;
  • বানিয়াচং রাজবাড়ি – বানিয়াচং;
  • দ্বীল্লির আখড়া – বৈষ্ণব ধর্মালম্বীদের তীর্থস্থান;
  • শ্রীবাড়ি চা বাগান;
  • রেমাকালেঙ্গা বন্যপ্রানী অভয়ারন্য – চুনারুঘাট;
  • তেলিয়াপারা চা বাগান – মাধবপুর;
  • বিবিয়ানা গ্যাস – নবীগঞ্জ;
  • মহারত্ন জমিদার বাড়ি – বানিয়াচং;
  • দাড়া-গুটি – বানিয়াচং।

আধুনিক স্থাপত্যঃ

  • বিবিয়ানা গ্যাস – নবীগঞ্জ;
  • বানিয়াচং রাজবাড়ি

ওয়েবসাইট:

http://www.habiganj.gov.bd/

২. মেীলভীবাজার জেলাঃ

হয়রত শাহ মোস্তফা (র:) এর বংশধর মৌলভী সৈয়দ কুদরতউল্লাহ অষ্টাদশ শতাব্দীর মাঝামাঝি মনু নদীর উত্তর তীরে কয়েকটি দোকানঘর স্থাপন করে ভোজ্যসামগ্রী ক্রয় বিক্রয়ের সুযোগ সৃষ্টি করেন। মৌলভী সৈয়দ কুদরতউল্লাহ প্রতিষ্ঠিত এ বাজারে নৌ ও স্থলপথে প্রতিদিন লোকসমাগম বৃদ্ধি পেতে থাকে। ক্রেতা-বিক্রেতার সমাগমের মাধ্যমে মুখে মুখে ছড়িয়ে পড়ে মৌলভীবাজারের খ্যাতি। মৌলভী সাহেবের প্রতি কৃতজ্ঞতা স্বরুপ এই অঞ্চলের নাম হয় মৌলভীবাজার। ১৯৮৪ খ্রিস্টাব্দের ২২শে ফেব্রুয়ারী মৌলভীবাজার মহকুমাটি জেলায় উন্নীত হয়।

প্রতিষ্ঠিত সাল:

১৯৮৪ সালে।

আয়তন :

২৭৯৯ বর্গ কিঃ মিঃ

উপজেলাসমূহ:

  • বড়লেখা উপজেলা
  • কুলাউড়া উপজেলা
  • রাজনগর উপজেলা
  • কমলগঞ্জ উপজেলা
  • শ্রীমঙ্গল উপজেলা
  • মৌলভীবাজার সদর উপজেলা
  • জুড়ী উপজেলা

ঐতিহাসিক স্থানসমূহঃ

  • শাহ মোস্তফা-এর মাজার – মৌলভীবাজার শহরের কেন্দ্রস্থলের বেড়ীরপাড়ের দক্ষিণ তীর;
  • রাজা সুবিদ নারায়ণ – রাজনগরের শেষ রাজা।
  • ঐতিহাসিক কমলারানীর দিঘি, রাজনগর।
  • খাজা ওসমান – সপ্তদশ শতকের বাংলার শেষ পাঠান সেনাপতি;
  • বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান-এর কবর – কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী গ্রাম আমবাসা;
  • চা বাগানসমূহ;
  • মাধবকুন্ড জলপ্রপাত – বড়লেখা;
  • হাকালুকি হাওড়,
  • খোজার মসজিদ;
  • গাছপীর আব্রু মিয়ার মাজার – সিরাজনগর;
  • ইউনুছ পাগলার মাজার – সাতগাও;
  • হাইল হাওর – শ্রীমঙ্গল
  • তমাল তলা – সাতগাও রুস্তুমপুর।
  • বহত্তম প্রাকৃতিক জলপ্রপাত মাধবকুন্ড, বড়লেখা উপজেলায়
  • কমলগঞ্জে হাম হাম জলপ্রপাত, বড়লেখা উপজেলায়
  • জেলার স্বাগত মিনার পার্শ্ববর্তী মৌলভীবাজার

বিনোদন ও প্রাকৃতিক স্থানঃ

  • বহত্তম প্রাকৃতিক জলপ্রপাত মাধবকুন্ড, বড়লেখা উপজেলায়
  • মাধবকুন্ড ইকো পার্ক, বড়লেখা উপজেলায়
  • কমলগঞ্জে হাম হাম জলপ্রপাত, বড়লেখা উপজেলায়
  • শাহ মোস্তফা-এর মাজার
  • চা বাগানসমূহ;

আধুনিক স্থাপত্যঃ

  • শাহ মোস্তফা-এর মাজার

ওয়েবসাইট:

http://www.moulvibazar.gov.bd/

৩. সুনামগঞ্জ জেলাঃ

‘সুনামদি’ নামক জনৈক মোগল সিপাহীর নামানুসারে সুনামগঞ্জের নামকরণ করা হয়েছিল বলে জানা যায়। ‘সুনামদি’ (সুনাম উদ্দিনের আঞ্চলিক রূপ) নামক উক্ত মোগল সৈন্যের কোন এক যুদ্ধে বীরোচিত কৃতিত্বের জন্য সম্রাট কর্তৃক সুনামদিকে এখানে কিছু ভূমি পুরস্কার হিসাবে দান করা হয়। তাঁর দানস্বরূপ প্রাপ্ত ভূমিতে তাঁরই নামে সুনামগঞ্জ বাজারটি স্থাপিত হয়েছিল। এভাবে সুনামগঞ্জ নামের ও স্থানের উৎপত্তি হয়েছিল বলে মনে করা হয়ে থাকে।

প্রতিষ্ঠিত সাল:

১৯৮৪ সালে।

আয়তন :

৩৭৪৭.১৮  বর্গ কিঃ মিঃ

উপজেলাসমূহ:

  • ছাতক উপজেলা
  • জগন্নাথপুর উপজেলা
  • জামালগঞ্জ উপজেলা
  • তাহিরপুর উপজেলা
  • দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা
  • দিরাই উপজেলা
  • দোয়ারাবাজার উপজেলা
  • ধর্মপাশা উপজেলা
  • বিশ্বম্ভরপুর উপজেলা
  • শাল্লা উপজেলা
  • সুনামগঞ্জ সদর উপজেলা

ঐতিহাসিক স্থানসমূহঃ

  • টাঙ্গুয়ার হাওর
  • নীলাদ্রি লেক
  • হাসন রাজার বাড়ি
  • নারায়ণতলা
  • সৈয়দপুর গ্রাম
  • নারায়ণতলা মিশন
  • পণতীর্থ স্মৃতি ধাম
  • বাঁশতলা শহীদ স্মৃতিসৌধ
  • লাউড়েরগর
  • ডলুরা স্মৃতি সৌধ
  • টেকেরঘাট চুনাপাথর খনি প্রকল্প
  • সুখাইড় জমিদার বাড়ী
  • শাহ কালাম কোহাফাহ্‌ (রহ.)-এর রওজা
  • পাইলগাঁওয়ের জমিদার বাড়ি
  • গৌরারং জমিদার বাড়ি

বিনোদন ও প্রাকৃতিক স্থানঃ

  • আলোকচিত্রে হাসন রাজা যাদুঘর।
  • পাইলগাঁওয়ের জমিদার বাড়ি
  • গৌরারং জমিদার বাড়ি
  • বাঁশতলা শহীদ স্মৃতিসৌধ
  • টাঙ্গুয়ার হাওর
  • শাহ কালাম কোহাফাহ্‌ (রহ.)-এর রওজা

আধুনিক স্থাপত্যঃ

  • পরে জানানো হবে

ওয়েবসাইট:

http://www.sunamganj.gov.bd/

৪. সিলেট জেলাঃ

প্রাচীন গ্রন্থাদিতে এ অঞ্চলকে বিভিন্ন নামের উল্লেখ্য আছে। হিন্দুশাস্ত্র অনুসারে শিবের স্ত্রী সতি দেবীর কাটা হস্ত (হাত) এই অঞ্চলে পড়েছিল, যার ফলে ‘শ্রী হস্ত’ হতে শ্রীহট্ট নামের উৎপত্তি বলে হিন্দু সম্প্রদায় বিশ্বাস করেন। খ্রিস্টপূর্ব চতুর্থ শতকের ঐতিহাসিক এরিয়ান লিখিত বিবরণীতে এই অঞ্চলের নাম “সিরিওট” বলে উল্লেখ আছে। এছাড়া, খ্রিস্টীয় দ্বিতীয় শতকে এলিয়েনের (Ailien) বিবরণে “সিরটে”, এবং পেরিপ্লাস অব দ্যা এরিথ্রিয়ান সী নামক গ্রন্থে এ অঞ্চলের নাম “সিরটে” এবং “সিসটে” এই দুইভাবে লিখিত হয়েছে। অতঃপর ৬৪০ খ্রিস্টাব্দে যখন চীনা পরিব্রাজক হিউয়েন সাং এই অঞ্চল ভ্রমণ করেন। তিনি তাঁর ভ্রমণ কাহিনীতে এ অঞ্চলের নাম “শিলিচতল” উল্লেখ করেছেন তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দীন মুহম্মদ বখতিয়ার খলজী দ্বারা বঙ্গবিজয়ের মধ্য দিয়ে এদেশে মুসলিম সমাজব্যবস্থার সূত্রপাত ঘটলে মুসলিম শাসকগণ তাঁদের দলিলপত্রে “শ্রীহট্ট” নামের পরিবর্তে “সিলাহেট”, “সিলহেট” ইত্যাদি নাম লিখেছেন বলে ইতিহাসে প্রমাণ মিলে। আর এভাবেই শ্রীহট্ট থেকে রূপান্তর হতে হতে একসময় সিলেট নামটি প্রসিদ্ধ হয়ে উঠেছে বলে ঐতিহাসিকরা ধারণা করেন।
এছাড়াও বলা হয়, এক সময় সিলেট জেলায় এক ধনী ব্যক্তির একটি কন্যা ছিল। তার নাম ছিল শিলা। ব্যক্তিটি তার কন্যার স্মৃতি রক্ষার্থে একটি হাট নির্মাণ করেন এবং এর নামকরণ করেন শিলার হাট। এই শিলার হাট নামটি নানাভাবে বিকৃত হয়ে সিলেট নামের উৎপত্তি হয়।

প্রতিষ্ঠিত সাল:

১৯৮৪ সালে।

আয়তন :

৩৪৫২ বর্গ কিঃ মিঃ

উপজেলাসমূহ:

  • বালাগঞ্জ উপজেলা
  • বিয়ানীবাজার উপজেলা
  • বিশ্বনাথ উপজেলা
  • কোম্পানীগঞ্জ উপজেলা
  • ফেঞ্চুগঞ্জ উপজেলা
  • গোলাপগঞ্জ উপজেলা
  • গোয়াইনঘাট উপজেলা
  • জৈন্তাপুর উপজেলা
  • কানাইঘাট উপজেলা
  • সিলেট সদর উপজেলা
  • জকিগঞ্জ উপজেলা
  • দক্ষিণ সুরমা উপজেলা
  • ওসমানীনগর উপজেলা

ঐতিহাসিক স্থানসমূহঃ

  • জাফলং 
  • ভোলাগঞ্জ
  • লালাখাল
  • তামাবিল
  • হাকালুকি হাওর
  • ক্বীন ব্রীজ
  • হযরত শাহজালাল(রাঃ) এর মাজার শরীফ
  • হযরত শাহ পরাণ(রাঃ) এর মাজার শরীফ
  • মহাপ্রভু শ্রী চৈত্যনো দেবের বাড়ী
  • হাছন রাজার মিউজিয়াম
  • মালনি ছড়া চা বাগান
  • ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর
  • পর্যটন মোটেল
  • জাকারিয়া সিটি
  • ড্রিমল্যান্ড পার্ক
  • আলী আমজদের ঘড়ি
  • জিতু মিয়ার বাড়ী
  • মনিপুরী রাজবাড়ি।
  • মনিপুরী মিউজিয়াম
  • শাহী ঈদগাহ
  • ওসমানী শিশু পার্ক
  • মাধবকুন্ড জলপ্রপাত
  • সিলেটি নাগরী লিপি
  • পাংতুমাই
  • রাতারগুল
  • টাংগুয়ার হাওর
  • লোভাছড়া
  • হাম হাম জলপ্রপাত
  • কৈলাশটিলা
  • পরীকুন্ড ঝর্ণা
  • সাতছড়ি জাতীয় উদ্যান
  • হারং হুরং
  • বরাক নদীর তিন মোহনা

বিনোদন ও প্রাকৃতিক স্থানঃ

  • পর্যটন মোটেল
  • মাধবকুন্ড জলপ্রপাত
  • ড্রিমল্যান্ড পার্ক
  • হযরত শাহজালাল(রাঃ) এর মাজার শরীফ
  • হযরত শাহ পরাণ(রাঃ) এর মাজার শরীফ
  • মহাপ্রভু শ্রী চৈত্যনো দেবের বাড়ী
  • হাছন রাজার মিউজিয়াম
  • মালনি ছড়া চা বাগান
  • ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর
  • জাফলং
  • লালাখাল
  • তামাবিল
  • হাকালুকি হাওর
  • ক্বীন ব্রীজ

আধুনিক স্থাপত্যঃ

  • ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দর
  • হযরত শাহজালাল(রাঃ) এর মাজার শরীফ
  • হযরত শাহ পরাণ(রাঃ) এর মাজার শরীফ
  • হাছন রাজার মিউজিয়াম

ওয়েবসাইট:

http://www.sylhet.gov.bd/

 

ওয়েবসাইট সিলেট বিভাগ:  http://www.sylhetdiv.gov.bd/